আগামী দিন
মোঃ শামীম হাসান
আমরা কেবলই ভেবে চলেছি
আগামী দিনের কথা
বাড়ছে বয়স কমছে আয়ু
কারও নেই মাথা ব্যাথা।
ন্যানো সেকেন্ড চলে গেলে
অতীত সবে তারেই বলে,
আর কি আসবে ফিরে?
এই সাধের সময় ওরে!
এমনি করে দিন, মাস আর
বছর চলে যায়
জীবন যেন অল্প সময়
এভাবেই শেষ হয়।
শিশু, কৈশোর
যৌবন আর বার্ধক্য নামে
চারটি পর্বে জীবন চলে
যখন তখন থামে।
স্বপ্ন আশায় বাঁধা জীবন
সাজানো পৃথিবী
সকল মায়া ছিন্ন হয় যে
নিশ্বাসের হলে ইতি।
প্রিয় প্রেয়সী, আপন সবে
শুন্য হলে শ্বাস
ধন সম্পদ সবই বিফল
দেহ হয়ে যায় লাশ।