মিজানুর রহমান মিলন :
দিনে দুপুরে আগুনে পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেছে এক দিনমজুরের। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দিনমজুর মজনু মিয়া (৩৫) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়িতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করলেও দুটি টিনের ঘরের যাবতীয় আসবাবপত্র- কাপড়চোপড় নিমেষেই আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পোঁছানোর পুর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়।
বোংগা গ্রামের সুরাইয়া ফারহানারেশমা জানান, আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা পৌঁছাতে দেরী করে। ফলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
দিনমজুর মজনু মিয়া জানান, আগুনে তার সংসারের সর্বস্ব পুড়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। যার ফলে স্ত্রী দুই সন্তানসহ তাকে খোলা আকাশের নিচে থাকতে হবে বলে তিনি জানান।
শেরপুর ফায়ারসার্ভিসের কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, আমরা ওই সময় অন্য একটি আগুন নেভানোর কাজে ছিলাম। তারপরও দ্রুত বোংগা গ্রামে গিয়ে দেখি বাড়ির সবই পুড়ে গেছে। তবে একটি গরুকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।