May 24, 2022, 1:02 pm
তাঁজাখবর
শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুরে কুখ্যাত ফেনসিডিল ব্যবসায়ী সোহেল গ্রেফতার শাজাহানপুরে এক মণ ধানের দামে মিলছে না একজন শ্রমিক  বগুড়ায় কালবৈশাখী ঝড়ে  ঝরে পড়লো দুইটি তরতাজা প্রাণ শাজাহানপুরে সারা মনি’র জন্মদিনে দোয়া দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই -আজাদ সাংবাদিক ও প্রভাষক নাহিদ আল মালেকের এলএলবি ডিগ্রি লাভ বগুড়ায় বিভাগীয় সাংস্কৃতিক দক্ষতা ও প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শাজাহানপুরে সৎ বাবার সঙ্গে মায়ের তালাকের কারণে শিশু সামিউলকে হত্যা

আদমদীঘিতে নাগর নদে রাতে অভিযানঃ বালু উত্তোলনের এক্সকেভেটর জব্দ

সংবাদদাতার নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১
  • 48 দেখা হয়েছে:

 

মিরু হাসান বাপ্পী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে নাগরনদে রাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের মেশিন এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এসময় মাটি ও বালু উত্তোলনকারিরা পালিয়েছে। গত ১৪ নভেম্বর রবিবার রাত ৯টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ফোর্সসহ এই অভিযান চালান।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন এলাকার বাঘাদহ, কালিতলা, কুশাবাড়ি, শ্বশানঘাটি, হরিনমারাসহ কয়েকটি পয়েন্টে প্রভাবশালী ব্যক্তিরা নাগরনদের তলদেশ থেকে শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে শ্রমিক লাগিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও এক্সকেভেটর মেশিন দিয়ে নদের বাঁধ ঘেঁষে মাটি কেটে বড়বড় গর্ত সৃষ্টি করে বাঁধের ব্যাপক ক্ষতিসাধন করে আসছিল। এতে নাগরনদের বাঁধে ফাটলসহ ওই এলাকার কয়েকটি গ্রাম ও শতশত একর আবাদি জমি হুমকির মুখে পড়ে। ইতি পূর্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম পুড়ে ধ্বংস করা হলেও থামছিলনা বালু দস্যুদের এ সব কারবার।

রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালত টিম কুশাবাড়ী, বাগিচাপাড়া, হরিনমানাসহ কয়েকটি পয়েন্টে অভিযান চালান। এসময় মাটি ও বালু উত্তোলনকারিরা পালিয়ে গেলেও শ্বশানঘাট এলাকা তেকে মাটি কাটার একটি এক্সকেভেটর মেশিন জব্দ করেন। জব্দকৃত মেশিনটি চাঁপাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। © All rights reserved © 2020 ABCBanglaNews24
Theme By bogranewslive
themesba-lates1749691102