মিজানুর রহমান মিলন :
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর উদ্যেগে গত ২০ নভেম্বর শনিবার বিকাল ০৪ ঘটিকায় ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন ৮৭ পুরানা পল্টন ঢাকায় মহীয়সী নারী মাদার তেরেসা’র কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারপতি এস.এম. মজিবুর রহমান বলেন’কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ’—এরকম নিছক একটি বাণীই বলে যাননি, আমৃত্যু আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে সারাবিশ্বের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন মহীয়সী নারী মাদার তেরেসা।
সমাজের যারা বিভিন্ন দিক থেকে অবহেলিত, মাদার তেরেসা তাদেরই বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। মানুষের মাঝে তিনি খুঁজে নিয়েছিলেন ঈশ্বরকে, তার কাছে ছিল না কোনো জাতি-ধর্মের ভেদাভেদ, মানবসেবাকেই ধর্ম হিসেবে নিয়েছিলেন মাদার তেরেসা।
মাদার তেরেসা প্রথম পুরস্কার পান ১৯৬২ সালে। ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। পরে দুস্থ মানবতার সেবায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ১৯৭৯ সালে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৭১ সালে পোপ জন শান্তি পুরস্কার, ১৯৭২ সালে জওহরলাল নেহেরু, ১৯৮০ সালে ভারতরত্ন, ১৯৮৫ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, ১৯৯৪ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন দেশের অসংখ্য পুরস্কার ও সাম্মানিক উপাধিতে ভূষিত হন। কলকাতার স্বর্গীয় টেরিজা হিসেবে অভিহিত করা হয়ে থাকে মাদার তেরেসাকে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথীর হাত থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ সম্মননা পদক গ্রহন করেন বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি ICT4E এ্যাম্বাসেডর ইঞ্জিঃ মোঃ আতিকুর রহমান।
সভায় সভাতিত্ব করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন শেলেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব,অর্থ মন্ত্রনালয়। ইঞ্জিঃ মোঃ আতিকুর রহমানের পদকপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব তৌফিক আজিজ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান,একাডেমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম,সহকারী প্রোগ্রামার মোস্তাফিজার রহমান,ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাইফুল ইসলাম বিমান,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকি,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম হোসন,বগুড়া জেলা ICT4E ফোরামের সভাপতি আব্দুল বাতেন,গ্রাজুয়েট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম,বাভোশিষ সাধারন সম্পাদক জিয়াউল হক।