ইয়েমেনের তেলমন্ত্রী আহমাদ দারেস বলেছেন, গত কয়েক বছরে ইয়েমেনের বিপুল পরিমাণ জ্বালানি তেল লুট হয়ে গেছে। তিনি আজ (রোববার) আরও বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট এবং তাদের অনুগত স্থানীয় বিশ্বাসঘাতক গোষ্ঠী মিলে জ্বালানি তেল লুট করেছে।
তিনি দুই বছরের তেল লুটের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৮ সালে এক কোটি ৮০ লাখ ব্যারেল এবং ২০১৯ সালে তিন কোটি ব্যারেল তেল লুট করেছে আগ্রাসী বাহিনী ও তাদের অনুচরেরা।
লুটকৃত তেল বিক্রির অর্থ সৌদি আরবের ব্যাংকগুলোতে জমা হয়েছে বলে তিনি জানান। ইয়েমেনে যখন জ্বালানি তেলসহ পেট্রোলিয়াম পণ্যের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে ঠিক তখনি তিনি এ তথ্য জানালেন।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগ জানিয়েছে, জ্বালানি শেষ হওয়ার পথে। জ্বালানি সংকটের কারণে জরুরি চিকিৎসা সেবাও বন্ধের উপক্রম হয়েছে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী গোষ্ঠী ইয়েমেন অভিমুখী জ্বালানিবাহী জাহাজ আটকে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে ইয়েমেনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনে জ্বালানি সংকট এর চেয়েও খারাপ হলে বিপর্যয় দেখা দেবে। সৌদি হামলা ও অবরোধের কারণে ইয়েমেনে খাদ্যের পাশাপাশি জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।