সফিকুল ইসলাম শামীম উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আসন্ন ২৮ নভেম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে কালিহাতা ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে ইউপি সদস্য প্রার্থী আব্দুস সালাম সরদারের উঠান বৈঠকে জনসমুদ্রে পরিনত হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টায় উঠান বৈঠকে মোঃ আউয়াল সিকদারের সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রাড়ীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সিকদার, সাবেক ইউপি সদস্য প্রার্থী মাহাতাব উদ্দিন মামুন রাড়ী, আনোয়ার সিকদার, হেমায়েত ফকির। এছাড়াও উপস্হিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এবং নারী-পুরুষসহ প্রায় ৫ শতাধিক ভোটার। উঠান বৈঠকে দলে দলে স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের উপস্হিতিতি যেন তাক লাগিয়ে দিলো। একাধিক ভোটার জানান এই প্রথম তারা কোন ইউপি সদস্য প্রার্থীর উঠান বৈঠকে এতো ভোটারদের সরাগম দেখতে পান। যা চোখে পড়ার মত। তাদের পছন্দের প্রার্থী সালাম সরদারকে একনজর দেখা ও তার বক্তব্য শোনার জন্য অধির আগ্রহের সহিত বৈঠকে উপস্হিত হয়ে দীর্ঘক্ষন বক্তব্য শ্রবন করেন বিভিন্ন বয়সের নারী -পুরুষ ভোটাররা এবং তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এদিকে শ্লোগানের কমতি ছিলনা।ব্যপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে ভোটারদের মধ্যে। এক প্রবীণ শিক্ষক বলেন সালাম সরদার তার বয়স ও মেধা দুটোকে কাজে লাগিয়ে জনগনের আস্হা যুগিয়ে দৃষ্টান্ত স্হাপন করে বার বার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সফলতা অর্যন করেছেন । এছাড়া তার সমর্থকরা তাকে পুনরায় নির্বাচিত করার লক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। এসময় ইউপি সদস্য প্রার্থী সালাম সরদার, পুনরায় তৃতীয় বারের মত নির্বাচিত হয়ে জনগনের সেবায় নিয়োজিত থেকে নিরলসভাবে সরকারের উন্নয়ন মূলক কাজ শতভাগ সঠিক ভাবে পরিচালনা করার অঙ্গীকার করে সকল ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।