উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন শ্রমিকলীগের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার সকাল ১০ টায় বামরাইল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বামরাইল ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার এর সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুজাহিদ রাড়ীর সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা। আরো বক্তৃতা করেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম সরদার, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউছুব হোসেন হাওলাদার,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মাষ্টার,বামরাইল ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ খোকন হাওলাদার সহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা জানান দলকে তথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে আমাদের সকলকে দলের প্রতি শ্রদ্ধা রেখে একযোগে কাজ করতে হবে।এছাড়া তিনি দলিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।