প্রতিনিধি
এনজিও থেকে ৩৮ হাজার টাকা ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছিলেন ফরিদ হোসেন (৫৫)। রিকশা চালিয়ে সংসার চালাবেন এবং ঋণের টাকা দেবেন- এমন আশা নিয়েই তিনি ঋণ করেছিলেন। কিন্তু তার সেই আশা ভঙ্গ হয়ে গেছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনের সড়ক থেকে তার রিকশাটি চুরি হয়ে যায়।
রিকশা হারিয়ে ফরিদ হোসেনের বিষণ্ন মনে দাঁড়িয়ে থাকা একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ছবি ও ঘটনা জেনে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার জয়পুরহাটের বাসায় আজ শুক্রবার ফরিদকে যেতে বলেছেন।
জানা গেছে, ফরিদ হোসেন জয়পুরহাট পৌর শহরের নতুনহাট এলাকার বাসিন্দা। তিনি কয়েক দিন আগে একটি এনজিও থেকে ৩৮ হাজার টাকা ঋণ নিয়ে পুরাতন একটি ব্যাটারিচালিত রিকশা কেনেন। ওই রিকশা চালিয়ে সংসারের খরচের পাশাপাশি এনজিও টাকা পরিশোধ করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে এক যাত্রী নষ্ট টিভি মেরামতের জন্য শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটে আসার জন্য তার রিকশায় ওঠেন। তিনি কেন্দ্রীয় মসজিদ মার্কেটের (জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের) সামনে এসে সড়কে রিকশাটি দাঁড় করিয়ে রেখে নষ্ট টিভিটি পৌঁছে দিতে যাত্রীর সঙ্গে টিভি মেকানিকের দোকানে যান। ফিরে এসে দেখেন তার রিকশাটি নেই।
অনেক খোঁজাখুঁজি করে ফরিদ তার রিকশাটি পাননি। রিকশা হারিয়ে শহরের নতুন হাট এলাকায় বিষণ্ন মনে দাঁড়িয়ে থাকেন ফরিদ। লালন হোসেন নামে এক তরুণ রিকশা হারিয়ে ফরিদের বিষণ্ন মনে দাঁড়িয়ে থাকা ছবি ও রিকশা চুরির ঘটনার কথা ফেসবুকে পোস্ট করেন।
লালন হোসেন ঢাকা পোস্টকে বলেন, ফরিদের হোসেন নতুনহাটে বিষণ্ন মনে দাঁড়িয়ে ছিলেন। তখন ছবিটি তুলেছি। পরে তার কথা শুনে একটি ছবি ফেসবুকে পোস্ট করি।
ফরিদ হোসেন বলেন, কয়েক মিনিটের মধ্যে আমার রিকশাটি চুরি হয়ে যায়। রিকশা চালিয়ে সংসার ও ঋণের টাকা দিচ্ছিলাম। রিকশা চুরি হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার দুপুরে শহরের মসজিদ মার্কেটের সামনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি পুরাতন রিকশা চুরি হয়েছে। এ ঘটনায় রিকশার মালিক থানায় কোনো অভিযোগ করেননি। তবে আমরা চুরি যাওয়া রিকশাটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।