কবিতা -কবুল করো
কবি- শামীম হাসান
কবুল করো ওহে বিধি, কবুল করো মোরে;
পাপাচারে জর্জরিত আমায় ক্ষমা করে।
পথ ভূলে যাই প্রতি ক্ষণে হইযে দিশেহারা,
তোমারে অমান্য করি এমন জীবন ধারা।
যার তরে পাঠালে মোরে সব করেছি ভূল,
তাইতো আজি হারিয়েছি একূল আর ওকূল।
তোমার প্রেমের মোহ ছেড়ে আমি যে উদাসী,
কায়ার মায়ায় বিভোর হয়ে প্রমোদে বিলাসী।
ধরাতলে আমি মালিক কঠিন পাপাচারে,
অবিশ্বাস আর অবাধ্যতা লুকিয়ে অন্তরে।
একটু দয়া করে বিধি, একটু দয়া করে,
কবুল করো ওহে বিধি কবুল করো মোরে।
অন্ধকারে জীবন আমার জ্বলছে নিভু নিভু,
শাস্তি যদিও দাওহে প্রভু ভূলবনা আর কভূ।
তোমার দ্বারে তোমার দাসে করে মিনতি,
পথের দিশা দাওহে মালিক একটা আরতি।
তুমি যদি মুখ ফিরে নাও আমি নরকগামী,
তোমার কাছে এসেছি আজ তুমি অন্তর্যামী।
তাওবা মোর মেঙ্গেছি আজ তোমার দুয়ারে,
কবুল করো ওহে বিধি কবুল করো মোরে।