বিনোদন ডেস্ক:
গত বছর ডিসেম্বরে ‘রবিবার’ দিয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জি। এর কিছুদিন পরই করোনায় ঘরবন্দি হলেন দুজনেই- আলাদা দুটি শহরে। অবশেষে লকডাউন পেরিয়ে কলকাতা থেকে খবর এলো, আবারও পর্দা ভাগাভাগি করছেন দুজনে। ছবির নাম ‘অসতো মা সাদগময়’।
এর বিষয়বস্তুও করোনা! করোনা পরিস্থিতি আমাদের মননশীলতায় কতটা প্রভাব ফেলেছে, বাস্তবের সেই ছবিই সিনেপর্দায় উঠে আসবে।
আর এটি নির্মাণ করছেন ভারতীয় সংগীত পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
জানা যায়, ছবিতে মোট পাঁচটি চরিত্র। জয়া-প্রসেনজিৎ ছাড়াও ছবির অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ, যিনি কিনা ইন্দ্রদীপের ‘কেদারা’ ছবির অন্যতম মূল চরিত্রে ছিলেন। সঙ্গে আছেন অরুণ মুখোপাধ্যায়। তবে, পাঁচ নম্বর চরিত্রের সন্ধান এখনও পায়নি পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমে পরিচালক ইন্দ্রদীপ বলেন, ‘এই মহামারি পরিস্থিতি আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব পড়েছে সেটির একটা ছাপ থাকবে এতে। ছবিটি নিয়ে চিন্তাভাবনা করার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় আসেনি। কারণ, তখনও করোনাকাল আসেনি। তবে পরে শুধুমাত্র ৫ জন চরিত্র নিয়েই গোটা গল্পটাকে দেখানোর কথা ভাবা হয়েছে।’
জানা যায়, আগামী ২০ জুলাইয়ের পর ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তবে তার আগেই ছবিটি প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে জয়া আহসান বলেন, ‘‘ইন্দ্রদীপ দাশগুপ্ত মূলত বিখ্যাত সংগীত পরিচালক। তবে তিনি এরমধ্যে যে দুটি ছবি বানিয়েছেন, খুবই প্রশংসা পেয়েছেন। এরমধ্যে ‘কেদারা’ তো এক কথায় অসাধারণ। এবার তিনি তৃতীয় প্রজেক্ট করছেন। আমাকেও সঙ্গে নিয়েছেন। আমি আনন্দিত। এটাতে লকডাউনের বিষয়টা থাকছে। অপেক্ষায় আছি, কাজটি করার। তারচেয়ে বড় অপেক্ষা স্বাভাবিক পরিস্থিতির জন্য।’’