কাজিপুর প্রতিনিধি : ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় ভার্চুয়ালি ভাবে সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয় ভূমি অফিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে একই দিন তিনি ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, দলীয় নেতা কর্মীরা। উদ্বোধন
শেষে দোয়া অনুষ্ঠিত হয়। #