মিজানুর রহমান মিলন :
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের খিয়ার ভুগোইল গ্রামের মৃত্যু সাহেবুল্লাহ প্রামানিকের পুত্র আব্দুস ছাত্তারের বাসা ভাড়া নিয়ে কালিতলা চার মাথায় দীর্ঘ কয়েক মাস যাবত দামগাড়া গ্রামের মোঃ আমিনুর ইসলাম ও তার স্ত্রী মোছাঃ রিনা ইসলাম ভাড়া থাকতো। রিনা ইসলাম এর রুপ/ যৌবন দেখে আব্দুস ছাত্তার এর মাথা নষ্ট হয়ে যায়, এবং মাঝে মধ্যে কু- প্রস্তাব ও টাকার প্রলোভন দেয়, তাতেও রিনা ইসলাম রাজী না হলে, সুযোগের আশায় থাকেন ছাত্তার হাজি।রিনা ইসলাম এর স্বামী বাসায় না থাকায় ,সুযোগে পেয়ে আব্দুল ছাত্তার রিনা ইসলামের ঘরে প্রবেশ করে রিনা ইসলামকে ঝাপ্টে ধরে ওড়না দিয়ে মুখ বেধে খাটের উপর শোয়াইয়া তাহার স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এবং এক পর্যায়ে রিনার পায়জামা জোর করে খুলে ধর্ষনের চেষ্টা করিতে থাকে। রিনা তার ইজ্জত বাঁচানোর জন্য আব্দুস ছাত্তারের সাথে ধস্তাধস্তির করে এক পর্যায়ে রিনার মুখের কাপড় সরে গেলে চিৎকার দিয়ে আব্দুস ছাত্তার কে ধাক্কা দিয়ে ঘরের বাইরে আসতেই তার স্বামী এবং স্বাক্ষীগন ঘটনার স্হলে আসেন। রিনা ইসলাম বিষয় টি ভুগোইল চারমাথা বন্দর বণিক সমিতির সভাপতি বরাবর অভিযোগ করলে সভাপতি ২৮/০৩/২০২২ ইং তারিখে তাহার কার্যালয়ে হাজির হওয়ার জন্য একটি নোটিশ প্রদান করে কিন্তু আব্দুস ছাত্তার হাজির না হলে মোছাঃ রিনা ইসলাম বাদী হয়ে ৩০/০৩/২০২২ ইং তারিখে বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) একটি মামলা করে।