নিজস্ব প্রতিবেদক :
কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ান আওয়ামীলীগের বর্ধিত সভা গত ৫ই অক্টোবর মঙ্গল বার বিকালে পাইকড় হাট মসজিদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভা উদ্বোধন করেন, কাহালুু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, পাইকড় ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিঠু চৌধুরী, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলী নুর পাপ্পু, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ইউনুছ আলী টনি, সৈয়দ আলী, বায়েজিদ বোস্তামী, সাবেক ইউপি সদস্য মোহম্মাদ আলী, ইউপি সদস্য সরোয়ার কাজী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন,খোরশেদ আলী, আবু মুছা,মানিক,ময়নুল ইসলাম বিপ্লব, আব্দুল হাকিম, বেল্লাল হেসেন বিটলু,বজলুর রহমান সহ প্রমুখ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।