কুষ্টিয়া প্রতিনিধি
শুক্রবার রাতে উপজেলার ডাংমড়কা সেন্টার মোড় এলাকায় একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। নিহত কুদরত আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউপির মুন্সিগঞ্জ গ্রামের নিয়ামত আলী মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, মাদক কেনাবেচার খবর পেয়ে ডাংমড়কা সেন্টার মোড় এলাকার আবুল কালাম আজাদের ইটভাটায় অভিযানে যায় পুলিশ। এ সময় টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি দেশীয় অস্ত্র ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।