May 23, 2022, 12:23 pm
তাঁজাখবর
শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুরে কুখ্যাত ফেনসিডিল ব্যবসায়ী সোহেল গ্রেফতার শাজাহানপুরে এক মণ ধানের দামে মিলছে না একজন শ্রমিক  বগুড়ায় কালবৈশাখী ঝড়ে  ঝরে পড়লো দুইটি তরতাজা প্রাণ শাজাহানপুরে সারা মনি’র জন্মদিনে দোয়া দেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই -আজাদ সাংবাদিক ও প্রভাষক নাহিদ আল মালেকের এলএলবি ডিগ্রি লাভ বগুড়ায় বিভাগীয় সাংস্কৃতিক দক্ষতা ও প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শাজাহানপুরে সৎ বাবার সঙ্গে মায়ের তালাকের কারণে শিশু সামিউলকে হত্যা

কোহলি খুবই সাধারণ মানের ব্যাটসম্যান : জুনাইদ খান

সংবাদদাতার নাম:
  • প্রকাশিত: সোমবার, জুলাই ২৭, ২০২০
  • 104 দেখা হয়েছে:

স্পোর্টস ডেস্ক

ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার ভয়ংকর রূপ দেখে বিশ্বসেরা বোলাররা বল করতে রীতিমতো ভয় পান। অথচ পাকিস্তানের তরুণ পেসার জুনাইদ খান বলেছেন, বিরাট কোহলি খুবই সাধারণ মানের এক জন ব্যাটসম্যান! ২০১২-১৩ সালে পাকিস্তানের ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে কোহলিকে আউট করেছিলেন জুনাইদ। সেবার ভারতের মাটিতে সিরিজ জিতেছিল পাকিস্তান।

ওই সিরিজের আগে অসাধারণ ফর্মে ছিলেন কোহলি। সিরিজের আগের ৯ ইনিংসে ছিল ৫ সেঞ্চুরি ও ১ ফিফটি। সিরিজ শুরুর আগে কোহলি জুনাইদকে মজা করে বলেছিলেন, ‘আমাদের ঘরের মাঠে খেলা, সুবিধা করতে পারবে না। এখানে সুইংও হবে না। জুনাইদও পাল্টা বলেছিলেন, ‘তোমাকে দেখে নেব’। সেই সিরিজে বর্তমান ভারত অধিনায়ককে ২৪টা বল করেছিলেন জুনাইদ খান। এর মধ্যে ৩ বার কোহলিকে তিনি আউট করেন। এতেই জুনাইদের মনে হয়েছে কোহলি খুবই সাধারণ মানের ব্যাটসম্যান।

সম্প্রতি এক ইউটিউব শোতে পাকিস্তানের এই বোলার বলেছেন, ‘কোহলিকে প্রথম যে বলটা করেছিলাম, সেটা ছিল ওয়াইড। পরের বলটাতেই ওকে পরাস্ত করি। তখনই আমার মনে হয়েছিল কোহলি খুবই সাধারণ মাপের এক জন ব্যাটসম্যান। সিরিজ শুরুর আগে কোহলি আমাকে মজা করে বলেছিল, ভারতের পিচে বল মুভ করে কম। আমি জবাবে বলেছিলাম, ঠিক আছে তোমাকে দেখে নেব। আমি তখন দুর্দান্ত ফর্মে ছিলাম বলেই আত্মবিশ্বাস ছিল। তবে এটা বলতে দ্বিধা নেই যে, তিন সংস্করণেই কোহলি সেরা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। © All rights reserved © 2020 ABCBanglaNews24
Theme By bogranewslive
themesba-lates1749691102