নিউজ ডেস্ক
সময় তখন সকাল সোয়া ৯টা। রাজধানীর সড়কে অফিসগামী মানুষের ভিড়। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সড়কে অপেক্ষায় মানুষ। কিন্তু গণপরিবহন সংকটের কারণে অফিসগামী মানুষরা পড়েছেন ভোগান্তিতে।
রাজধানীর রামপুরা ব্রিজ থেকে উত্তরা হাউজবিল্ডিং যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী অশিত কুমার দাস। তিনি বলেন, প্রতিদিন এ সময় অফিসগামী মানুষদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো গণপরিবহনে ওঠা যায় না। প্রায় আধা ঘণ্টা অপেক্ষায় থাকার পরও বাসে উঠতে পারিনি। সড়কে বাস কম, যে কয়টা বাস আসছে সেগুলো আগে থেকেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে সেই বাসে আর ওঠার সুযোগ থাকছে না।
উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ সংলগ্ন রাস্তায় একইভাবে অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম। তিনি বলেন, গুলিস্তান যাওয়ার জন্য অপেক্ষা করছি। অফিস টাইমও হয়ে যাচ্ছে, তবু কোনো বাসে উঠতে পারছি না। আকাশ সুপ্রভাত, ভিক্টর পরিবহনের বাসগুলো সেদিকে যায়। কিন্তু কোনো বাসেই ওঠা যাচ্ছে না। হয় সেসব বাস এখানে থামছে না, নয়ত অতিরিক্ত যাত্রীতে ঠাসা থাকার কারণে উঠতে পারছি না। প্রতিদিনই এভাবে আমাদের মতো অফিসগামী মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
অফিস টাইমে কেন এমন পরিবহন সংকট? এমন প্রশ্নের জবাবে মিরপুর থেকে ছেড়ে আসা আলিফ বাসের চালক আব্দুস সোবহান বলেন, গণপরিবহনের কোনো সংকট নেই, শতভাগ বাস সড়কে চলছে। কিন্তু অফিস টাইমে বিভিন্ন সড়কে যানজটের কারণে গাড়িগুলো আটকে থাকে। তাই অন্য সড়কে পরিবহনের সংকট মনে হয়। আর অফিস টাইমে প্রতিটি বাসেই পরিপূর্ণ যাত্রী থাকে, সে কারণে সব স্টপেজে বাস থামানো হয় না। ফলে মাঝপথের যাত্রীরা অনেক সময় বাসে উঠতে পারে না।
গুলশান-১ সড়কের আগে গুদারাঘাট এলাকায় যাত্রী পরিবহনের জন্য অপেক্ষায় ছিলেন বেশ কয়েকজন মোটরসাইকেল রাইডার। তারা অ্যাপের চেয়ে চুক্তিভিত্তিক চলাচলের জন্যই বেশি আগ্রহী হয়ে যাত্রী খুঁজছিলেন। কেউ পাশ দিয়ে যাওয়ার সময়ই তারা জিজ্ঞেস করছেন, ‘ভাই কোথায় যাবেন?’।
কথা হয় আলম প্রামাণিক নামের এক রাইডারের সঙ্গে। তিনি বলেন, আমাদের ব্যবসার সময়ই এটা। অফিসগামী যাত্রীদের সংখ্যা এখন বেশি। তারা দীর্ঘ সময় সড়কে গণপরিবহনের জন্য অপেক্ষা করে যখন বাসে উঠতে পারে না তখন আমাদের সঙ্গে কথা বলে চুক্তিভিত্তিক রাজধানীর বিভিন্ন স্থানে যাতায়াত করে। প্রতিদিনই অফিস টাইমে রাজধানীতে গণপরিবহন সংকট থাকে। আমরাও এ সময় পর্যাপ্ত যাত্রী পাই। দিনের অন্য সময় এত যাত্রীর চাপ থাকে না।