উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, প্রত্যেক ইউনিয়নে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের নিবন্ধন বাধ্যতামূলক। এছাড়া মৃত্যুর পরও নিবন্ধন করতে হবে।