চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দুর্বৃত্তের এসিড নিক্ষেপে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শহিদুল ইসলাম(৩৩ ) নামে এক যুবকের পিঠ ও হাত ঝলসে গেছে। তাকে গুরুতর অবস্থায় চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসিড আক্রান্ত শহিদুল ইসলাম উপজেলার রেহাই পুকুরিয়া গ্রামের আব্দুল তুষ্ট মালেকের ছেলে ।
ভুক্তভোগির বাবা তুষ্ট মালেক জানান, বুধবার সন্ধ্যায় রেহাই পুকুরিয়া নতুন বাজারে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি এসে তার পিঠে ও হাতে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামের শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে দেখেছি । এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে আসামী ধরতে পুলিশ তৎপর রয়েছে ৷ এ বিষয়ে
চৌহালী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিফাত শারমীন জানান, ভিকটিমের শরীরের প্রায় ৮ থেকে ১০শতাংশ ঝলসে গেছে।