আতাউর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
অদ্য ০৫-০৯-২০২১ খ্রি. জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হইতে ১০০(একশত) বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কলন্দপুর এলাকায় অদ্য ০৫-০৯-২০২১ খ্রিঃ রবিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ মোশাররফ হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই মোড়ে একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। । এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে ডিবি পুলিশের চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আটক করে। তাৎক্ষনিক ডিবি পুলিশ উক্ত ব্যক্তিকে তল্লাশী করে ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক মোঃ শরিফুল ইসলাম @ সোহেল(২৭), পিতা- মোঃ সানোয়ার হোসেন, গ্রাম-চক শিমুলিয়া(রতনপুর), থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে।