ঝালকাঠি প্রতিনিধি
নিহত নিত্যানন্দ দত্ত নলছিটি উপজেলার ষাইটপাকিয়া গ্রামের বাসিন্দা।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নলছিটির ষাইটপাকিয়া থেকে অটোরিকশায় সাত যাত্রী রাজাপুরের কানুদাশকাঠি গ্রামে যাচ্ছিলেন। পিংড়ি এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিত্যানন্দ দত্ত নিহত হন। এছাড়া আহত হন বাকি ছয় যাত্রী।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিত্যানন্দ দত্তের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।