ডেস্ক নিউজ
সন্ত্রাস, ভূমি দস্যু, চাঁদাবাজ ও লাঠিয়াল সোহেল হাজি বাহিনীর প্রতিনিয়ত চাঁদাবাজীর অত্যাচার-নির্যাতনসহ জান-মাল রক্ষার্থে অতিষ্ঠ হয়ে উঠেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সেলিমাবাদ বটতলা বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।
এ সকল অত্যাচারিত চিহ্নিত সন্ত্রসী সোহেল হাজী বাহিনীর হাত থেকে বাজারে সাধারণ নিরীহ ব্যবসায়ীদের জান মাল ও জীবন রক্ষার দাবি জানিয়ে ও চিহ্নিত সন্ত্রাসীদের পরিচয় তুলে ধরে বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম ভূইয়া।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে এই আবেদন করেন তিনি ।
পুলিশ সুপারের নিকট দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন পাশ্ববর্তী দ্বীপ জেলা ভোলার পশ্চিম চরপাতা, চর পক্ষিয়ার, সোহেল হাজী, নুর আলম হাজারী (মাঝি), সোহেল পাটওয়ারী, সাহে আলম মাঝি, বেল্লাল অমিনসহ স্থানীয় সেলিমাবাদ এলাকার চাঁদাবাজ সন্ত্রাসী বিপ্লব মোল্লার যৌথ বাহিনী যখন-তখন বাজারে হানা দিয়ে চাঁদার জন্য ব্যবসায়ীদের প্রতি অত্যাচার শারিরীক নির্যাতন করাসহ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধিত করে যাচ্ছে।
গত ১৭ই জুলাই সকাল ১১টার দিকে বাজারে দলবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী প্রবেশ করে বাজার কমিটির সাধারন সম্পাদক মাহাবুব আলম ভূইয়ার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
টাকা দিতে অপরাগত প্রকাশ করা হলে গালিগালাজ করাসহ জীবন নাশের হুমকি প্রদান করেন। এমনকি ঈদুল-আযাহার পূর্বে বাজারের ব্যবসায়ীরা তাদের দাবি পুরণ না করে তাহলে দোকান-পাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে জালিয়ে দেয়া ও জীবন নাশের হুমকি প্রদান করে।
উক্ত বাহিনী হাত থেকে রক্ষা করার জন্য বরিশাল জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বাজার কমিটির সম্পাদক ও স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা।