মিজানুর রহমান মিলন :
কোভিড পরবর্তি কর্মসংস্থান সৃস্টি এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কারিগরি শিক্ষার আধূনিকায়ন ও যথাযত প্রয়োগ নিশ্চিত করতে হবে। ‘A good education leads both theory and practice’.কর্মমুখী বা কারিগরি শিক্ষা থাকলে শিক্ষার্থী প্রাত্যহিক জীবনে ছোটখাট কাজ সম্পাদনে নিজেই সচেষ্ট হতে শেখে এবং বিদ্যালয়, গৃহ, ক্ষেত-খামার, কল-কারখানা ইত্যাদিতে কায়িক শ্রমের দ্বারা উৎপাদনশীল কর্মকান্ডে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। যে শিক্ষা দ্বারা শিক্ষার্থীর দেহ, মন ও বাস্তব কর্মের মধ্যে সমন্বয় ঘটে তাই কারিগরি শিক্ষা। দেশ ও জাতির প্রধান সম্পদ হল এর দক্ষ জনশক্তি। পরিকল্পনা ছাড়া জনসাধারণকে দক্ষ শক্তিতে গড়ে তোলা সম্ভব নয়। তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমেই শিক্ষার যথার্থ রূপান্তর ঘটানো যেতে পারে এবং জনগণকে জনসম্পদে পরিণত করাও সম্ভব হয়। এই দৃষ্টিকোণ থেকে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। ভুলে গেলে চলবে না যে, ‘Better Skills, Better Jobs, Better Lives’.
গত ০৭ মে শনিবার বগুড়ার সুনামধণ্য একটি রেস্ট্ররেন্টে সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি বগুড়া জেলা কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেরঅ শিক্ষা অফিসার উপরোক্ত বক্তব্য রাখেন । বাভোশিষ সাধারন সম্পাদক জিয়াউল হকের সঞ্চলনায় সভাপত্বি করেন বাভোশিস সভাপতি সেরা কন্টেন্ট নির্মাতা ইঞ্জিঃ মোঃ আতিকুর রহমান । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান শাহীন,কারিগরি কলেজ শিক্ষক সমিতির বগুড়া জেলা সভাপতি ইউসুপ আলী । অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন মোহতাছিম রব্বানী,সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া্ । অনুষ্ঠানের ভোকেশনাল বিভাগের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ০৫ জন শিক্ষক কে সম্মাননা প্রদান করা হয়।