মিজানুর রহমান মিলন :
সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন যুবদল নেতা আলী আকবরকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত আটটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারে একটি দোকানে ঢুকে তাকে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, রান্ধুনীবাড়ী বাজারে একটি দোকানে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবর। দুর্বৃত্তরা সেখানে তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে আকবরের মৃত্যু হয়।