পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন
সংবাদদাতার নাম:
-
প্রকাশিত:
শনিবার, জুলাই ২৫, ২০২০
-
78 দেখা হয়েছে:
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যার বেশিরভাগ পণ্যবাহী ট্রাক। ঈদকে সামনে রেখে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়া এবং পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৪০ থেকে ৫০টি বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।
শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির জানান, ফেরিঘাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উথুলী মোড় এলাকায় শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাটে চাপ কমে আসলে সিরিয়াল অনুযায়ী কিছু কিছু করে ছাড়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচলে স্বাভাবিক চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এতে করে কমে আসছে ফেরির ট্রিপ। এছাড়া ফেরি সংকটও রয়েছে। ঘাটের ১৫টি ফেরির মধ্যে ১২টি পারাপারে রয়েছে। দুটি ফেরি বিকল এবং একটি ছোট হওয়ায় তীব্র স্রোতে চলতে সক্ষম নয়।
এতে পারাপারের জন্য আটকে থাকা যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ