চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘ডোনাল্ড ট্রাম্প’ এর মালিক শিবগঞ্জ পৌর শহরের মন্নাপাড়া মহল্লার সাবাব অ্যাগ্রো ফার্মের মালিক মেহেদী হাসান।
তিনি জানান, প্রায় ১৪ মাস আগে শিবগঞ্জের তর্ত্তিপুর হাট থেকে ৫৯ হাজার টাকায় হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় কেনেন তিনি। পরে নাম দেন ডোনাল্ড ট্রাম্প। ষাঁড়টি ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে।
মেহেদী হাসান আরো জানান, কোরবানি উপলক্ষে এক লাখ ৬৯ হাজার টাকায় ষাঁড়টি বিক্রি করেন। তবে করোনা পরিস্থিতি না থাকলে এর দাম আড়াই লাখ টাকার মতো পাওয়া যেত বলে আক্ষেপ করেন তিনি।