January 22, 2022, 8:53 am

বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে নিহত বেড়ে ২০

সংবাদদাতার নাম:
  • প্রকাশিত: বুধবার, আগস্ট ৪, ২০২১
  • 101 দেখা হয়েছে:

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীর নৌকাযাত্রায় বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এবং পাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পদ্মা নদী পার হওয়ার সময় মাঝ নদীতেই এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। পরে আরও ৪ জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার বলেন, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান। মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। © All rights reserved © 2020 ABCBanglaNews24
Theme By bogranewslive
themesba-lates1749691102