ডেস্কঃ
বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডভোকেট আব্দুল বাছেদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. বিনয় কুমার রজত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এছাড়া বাকি ১১ পদের মধ্যে সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট আজবাহার আলী ও অ্যাডভোকেট শওকত হোসেন মল্লিক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট এনামুল হক পান্না, আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স। লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট আজিজুল হক ফিরোজ, ম্যাগাজিন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির অ্যাডভোকেট গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী পরিষদের অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নুর-ই- আজম অ্যাডভোকেট মোহাম্মদ শিপন খাতুন এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য পদে অ্যাডভোকেট নুরে জান্নাত রুপা নির্বাচিত হন।
বার সমিতির নির্বাচনে তিন প্যানেল নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করেন৷
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি সমর্থিত ও মহাজোট মনোনীত প্রার্থী মতিন- রোমান পরিষদে ১৩ টি পদের মধ্যে সভাপতিসহ ০৪টি পদে নির্বাচিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য প্যানেল এ কে এম মাহবুবুর রহমান- আব্দুল বাছেদ পরিষদে ১৩ টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ০৯ টি পদে নির্বাচিত হন।