মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন উপজেলার ভাদাইকান্দি ( বর্তমান সাং- বনভেটি) গ্রামের ইয়াসিন আলীর ছেলে মঞ্জুরুল হক মুঞ্জু (২৬) এবং পান্ডারপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুর রহিম (৫০)। জয়পুরহাট জেলা হতে গত ৮ মার্চ ২০২২ তারিখ ৩৫০ (তিনশত পঞ্চাশ) বস্তা আলু বোঝাই করে ট্রাক নিয়ে জনৈক রনি খান (৩০) ড্রাইভার ও হেলপারসহ রওনা হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানার আতাইল বাজারে একই তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে সাতটায় পৌঁছালে ৫ জন ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে এবং ট্রাকে থাকা ব্যক্তিদের নামিয়ে একটি দোকানের ভিতর নিয়ে গিয়ে আলুর খাজনার রশিদ দেখতে চায়। ট্রাকে থাকা ব্যক্তিরা আলুর খাজনার রশিদ দেখালে উক্ত চাঁদাবাজেরা ৩৫০ পঞ্চাশ বস্তা আলুর জন্য প্রতি বস্তা ২৫ টাকা হারে মোট ৮৭৫০ ( আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা চাঁদা চায়। চাঁদার টাকা না দিলে দড়ি কেটে আলুর বস্তা নামাতে চাইলে বাদী কৌশলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে রাত ১১ টায় শাজাহানপুর থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং সেখানে থাকা উল্লেখিত আসামীদ্বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চাঁদা দাবীর কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ এভাবে রাস্তায় চলা ট্রাক থামিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলছিল। পুলিশ যাওয়ার সংবাদ পেয়ে অপর তিনজন আসামী পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাদেরকে চাঁদাবাজির মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।