মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরে প্রত্যন্ত অঞ্চলে অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসিফ আহমেদ।
শাজাহানপুরের সুবিধাবঞ্চিত অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কনকনে শীতের রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই উপস্থিত হয়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন প্রত্যন্ত গ্রামে বসবাস করা অসহায় গরীব মানুষেরা। হঠাৎ সরকারের উপহারের কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি হয়েছেন। সরকারের উপহারের কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মাহাবুবুর রহমান ভুইয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার, মোস্তাফিজুর রহমান ও শাজাহানপুর থানার এস আই শামিম হাসান।
অপর দিকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝেও সরকারের দেয়া উপহার কম্বল বিতরণ করেন।
গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার পারতেখুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও উপজেলা প্রশাসনের পক্ষে কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রোটারিয়ান মেজবাউল আলম মেছবা, আশেকপুরে নব-নির্বাচিত সদস্য মেরাজুল ইসলাম নান্নু, আব্দুল মান্নান মঞ্জু, সাবেক সদস্য মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আব্দুল রশিদ, প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা রওশন আরা খাতুন, সহঃ শিক্ষক মনিরুজ্জামান, মাহমুদা ইয়াসমিন, রেহেনাস পারভীন, আব্দুল রহমান, মেহেদী হাসান প্রমুখ।