মিজানুর রহমান মিলন :
বগুড়া জেলাটিতে পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, মৃত্যু সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সব বয়সের জন্ম সনদ প্রয়োজন। তবে নতুন করে জন্ম নিবন্ধন সনদ নিতে অনেককেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। সনদ পেতে জুড়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। এসব শর্ত পূরণ করতে গিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা, যেন জন্ম নিবন্ধনের আরেক নাম ভোগান্তি। আগের পুরনো নিয়ম থেকে জন্ম নিবন্ধন ব্যবস্থা নতুন নিয়মে হয়েছে অনলাইনে । আর এই ব্যবস্থায় দেখা দিয়েছে নানা জটিলতা, নতুন কিছু নিয়মের সঙ্গে সার্ভার জনিত সমস্যাও যোগ হয়েছে। ফলে দেশের অনেক স্থানেই জন্ম নিবন্ধন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের । চলতি বছরের ১ জানুয়ারি নতুন নিয়ম কার্যকর হওয়ায় স্কুলে ভর্তির জন্য সন্তানের জন্ম নিবন্ধন করাতে গিয়ে আটকা পড়েন অনেক বাবা-মা। এর আগে মা-বাবার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েই যে কারও জন্ম নিবন্ধন করা যেত। কিন্তু নতুন নিয়মে আগে বাবা-মায়ের জন্ম নিবন্ধন করতে হয়, এরপর পাওয়া যায় সন্তানের জন্ম সনদ। বগুড়া জেলাটিতে ১২টি উপজেলা, ৮টি থানা এবং ১২টি পৌরসভা, ১০৮টি ইউনিয়ন, ১,৭৫৯টি মৌজা এবং ২,৬৯৫টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে। সবগুলোতে একই সমস্যা। নতুন একটি জন্ম সনদ পেতে এক সপ্তাহ থেকে চার মাস পর্যন্ত সময় লেগে যায়। জন্ম নিবন্ধন পাওয়ার পর অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ভুল রয়েছে। সেই ভুল সংশোধন করতে গেলে আরও সময় লেগে যায়। ফলে ওই এলাকার মানুষকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে।