মিজানুর রহমান মিলন :
বগুড়া সদর থানার আয়োজনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কে দায়িত্বরত কর্মকর্তা এস আই জেবুন নেছার সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। এস আই জেবুন নেছা বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে বিভিন্ন ভাবে সামাজিক বৈষম্যের শিকার হয়। সামাজিক রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ স্বভাবতই কম হয়।তাই সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আর এ প্রয়োজনীয়তার নিরিখে বাংলাদেশ সরকার প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের উঠান বৈঠকে নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সহ বাল্যবিবাহ, নারী ও শিশু আইনের শাস্তি সম্পর্কে আলোচনা বাস্তব অভিজ্ঞতার আলোকে জিভিবি কেস এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক সম্পর্কে আলোচনা করা হয়।