নিউজ ডেস্ক
বগুড়া জেলা পুলিশপ্রথমবারের মতো ট্রাফিক পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু করলো । বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা সংযুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে পুলিশ সুপার সুদীপ বলেন, ‘প্রযুক্তিগত দিক থেকে পুলিশের এগিয়ে যাওয়ার মূল উদ্দেশ্যই জনগণের কল্যাণ সাধন ও পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা। প্রথম পর্যায়ে ১২টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সংযুক্ত করা হলো। এখন সার্জেন্টদের দেওয়া হলো। কারণ যানজট নিরসনে এটি খুবই কার্যকরী হিসেবে ব্যবহৃত হবে। তবে শীঘ্রই আরও ৩০টি ক্যামেরা প্রদান করা হবে। এছাড়া পর্যায়ক্রমে সবপর্যায়ের পুলিশ সদস্যদের শরীরে এই ক্যামেরা সংযুক্ত করা হবে।
পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে। ক্যামেরার সঙ্গে বিল্ট ইন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থাকায় ওই পুলিশ সদস্যের অবস্থান কন্ট্রোলরুম থেকে সহজে শনাক্ত করা যাবে। এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।
তিনি আরও বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা প্রকৃত ঘটনা জানতে পারবো ও প্রয়োজনে জানাতে সক্ষম হবো। এর মধ্য দিয়ে পুলিশ সদস্যদের কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব হবে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।’