মিজানুর রহমান মিলন :
বগুড়ার ধুনট উপজেলায় ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাইসা আকতার (১৪) ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের ছাবেদ আলী মেয়ে। সে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে লাশ ময়না তদন্তের জন্য থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় শয়ণ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মোবাইল ফোনে ভিডিও ধারণ করা নিয়ে বড় বোনের সাথে ঝগড়া হয় রাইসা আকতারের। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলের দিকে শয়ণ ঘরের দরজা লাগিয়ে দেয় সে। পরে সন্ধ্যার দিকে পরিবারের লোকজন ঘরে ঢুকে রাইসাকে তীরের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
স্বজনেরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ রাইসার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা ছাবেদ আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জহুরুল ইসলাম জানান, রাইসাকে চিকিৎসার কোন সুযোগ পাওয়া যায়নি। স্বাস্থ্যকমপ্লেক্সে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।