মিজানুর রহমান মিলন :
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই)প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিসের মাধ্যেমে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার কৌশলের মাধ্যমে আন্ত:ব্যক্তিক যোগযোগ সাহাপনের লক্ষে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে যাচেছ।সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের একটি উদ্যোগ হলো শিক্ষক বাতায়ন। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য শিক্ষকের তৈরি ডিজিটাল কনটেন্ট অনলাইনে আদান-প্রদান, বিষয়ভিত্তিক কনটেন্ট সংরক্ষরণের একটি প্লাটফর্ম হল “শিক্ষক বাতায়ন”।
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের একটি উদ্যোগ হলো শিক্ষক বাতায়ন। মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য শিক্ষকের তৈরি ডিজিটাল কনটেন্ট অনলাইনে আদান-প্রদান, বিষয়ভিত্তিক কনটেন্ট সংরক্ষরণের একটি প্লাটফর্ম হল “শিক্ষক বাতায়ন”। ‘শিক্ষক বাতায়ন একটি আধুনিক প্লাটফর্ম হিসেবে শ্রেণিকক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এর নাম বাতায়ন হলেও এটি আসলে শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।’ শিক্ষক বাতায়নের মাধ্যমে সেরা শিক্ষক নির্বাচন,সেরা কন্টেনন্ট নির্মাতা,সেরা অন লাইন পারফর্মার,সেরা উদ্ভাবক ও সেরা নের্তৃত্ব নির্ভচিন করে সেরা শিক্ষকদের উৎসাহিত করতে নির্বাচিত সেরা শিক্ষকদের স্বীকৃতি, পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হয়। এরই দারাবাহিকতায় ০১ মে ২০২২ খ্রি: ফুলকোন নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর,বগুড়া জেলা অ্যাম্বাসেডর ( কারিগরি) ইঞ্জিঃ মোঃ আতিকুর রহমান সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়। তিনি কারিগরি শিক্ষায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ মনোনিত হয়েছিলেন । তার এ সাফল্যে শাহাজাহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার,একাডেমিক সুপার ভাইজার,আইসিটি অফিসার মোঃ মোস্তাফিজার রহমান, বিভাগীয় ও জেলা অ্যাম্বাসেডর সভাপতি আব্দুর বাতেন,বগুড়া জেলা আইসিটি ফোরাম সাধারন সম্পাদক জুলফিকার আলী,ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব ছাইফুল ইসলাম বিমান,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,অ্যাম্বাসেডর রেজাউল ফারুক অভিনন্দন জানিয়েছেন।