বগুড়া ধুনট ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়াঃ-
বগুড়া ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
বগুড়া ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
দূর্ঘটনাটি ঘটে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটি কার সময় ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বড়িয়া নামক স্থানে বলে জানা যায়।
দূরর্ঘনায় নিহতরা হলো- বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা বিবিরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে বিল্পব হোসেন (৩৫) ও কড়িতলা এলাকার মসকর আলীর ছেলে মোমিন (৩২)।
ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ এতথ্য নিশ্চিত করে জানান, নিহতরা বগুড়া শহরে বসবাস করতেন। শনিবার তারা তিন বন্ধু মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে সারিয়াকান্দি উপজেলা যমুনা নদীতে বেড়াতে যায়।
বিকেলে বগুড়া ফেরার পথে ধুনট উপজেলা বড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটারসাইকেলটি ট্রাকের পিছনে গিয়ে জোরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই চালক বিল্পব মারা যায় এবং মোমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।
এছাড়া তাৎক্ষনিকভাবে আহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। এদিকে দূর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যায় বলে জানা যায় তবে এখনোও কোন সন্ধান পাওয়া যায় নিয়ে বলে জানা যায়।