এস এম সালমান হৃদয় বগুড়াঃ
শনিবার সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা ঈদগাহ মাঠে, জমিজমার সংক্রান্তের জের ধরে শালিস বৈঠকে সজিবের ছুরিকাঘাতে নিহত সিএনজি চালক জাহেরের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, প্রভাষক আব্দুল মজিদ,লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, নিহতের ভাই তাহের, মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক, বোরহান উদ্দিন,নবাব আলী প্রমুখ । দাফন শেষে মহাস্থান – পীরগাছা রোডের সিএনজি চালক সঞ্চয় সমিতির উদ্যোগে মহাস্থান- পীরগাছা রোডের কালিবাড়ী নামক স্থানে , ঘাতক সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন উক্ত রোডের সিএনজি চালকগন ও এলাকাবাসী । মানববন্ধনে ঘাতক সজিবের ফাঁসি চেয়ে বক্তব্য রাখেন, সিএনজি চালক সমিতির সভাপতি জুয়েল রানা, সাধারন সম্পাদক সজিব, কোষাধ্যক্ষ সাজু মিয়া, নিহতের ভাই আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামের সিএনজি চালক জাহের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘাতক সজীবের ছুরিকাঘাতে নিহত হয় । এ ব্যাপারে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।