স্টাফ করেসপন্ডেন্ট | ঢাকা: বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাত কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন দপ্তর এবং বিভাগের পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী এবং দুইজন মালি রয়েছেন।
তারা হলেন-পরিচ্ছন্নতাকর্মী শ্রী মতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালি সিরাজ বেপারী ও সাইদুর রহমান।
রোববার (১৯ জুলাই) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে সাতজনকে কর্মচ্যুত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১৬ জুলাই ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতজনকে কর্মচ্যুত করা হয়।
আদেশে বলা হয়, যাদের কর্মচ্যুত করা হয়েছে তারা করপোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। সংশ্লিষ্ট কর্মীদের বয়স এরই মধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদের কর্মচ্যুত করা হলো।
জনস্বার্থে জারি করা এ অফিস আদেশ ১৭ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বিধায় তারা করপোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।