নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চরষাটপাকিয়া ভেঁড়িতে মৃত আমির আলী মাঝি ও বৃদ্ধা মা রিজিয়া বেগম (৮০) এর সরকারি কার্ডেরসহ সকল সম্পত্তি প্রতারণা ও ষড়যন্ত্রের মাধ্যমে কোন পরামর্শ ছাড়াই কৌশলে গত ১৯-৯-২০২১ তারিখে হেবা দলিল করিয়ে নেয় তিন বোনের একমাত্র ভাই প্রতারক মোসলেম আলী মাঝি। তিনি উপজেলা নির্বাহী অফিসের একজন নৈশপ্রহরীমাত্র। জমির খতিয়ান নং ২৪১ এবং মোট জমির পরিমাণ ১০০ শতাংশ। সম্প্রতি ৫৬.২৫ শতাংশ জমি হেবা দলিল করে বাগিয়ে নেন মায়ের পুরো সম্পত্তি। উত্তরাধিকার ও ওয়ারিশ সূত্রে তিন বোনের প্রাপ্য অধিকার থাকলেও ভাই নামের দুর্নীতিবাজ মোসলেম আলী মাঝি তা বঞ্চিত করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোসলেম আলী মাঝি জানান, পিতার রেখে যাওয়া অবশিষ্ট সম্পত্তি হিসাব মোতাবেক বুঝিয়ে দিবেন। পরোক্ষণে সাংবাদিকরা চলে গেলে কথার সুর পাল্টিয়ে অকথ্য ভাষায় বোনদের দেখে নেয়ার হুমকি দেন ভাই মোসলেম আলী মাঝি। এমনকি তার সন্তান গার্মেন্টসকর্মী রাসেল ফুফুদের ও তার সন্তানদের হত্যার হুমকিও দেন। শুধু পরিবারই শেষ নয়, নলছিটি উপজেলার মেম্বার-চেয়ারম্যানসহ স্থানীয়রাও তার আচরণে অতিষ্ঠ প্রায় । নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ভুক্তভোগীরা বলেন, মোসলেম আলী মাঝি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজেকে সরকারি অফিসের কর্মচারীর নাম ভাঙিয়ে বছরের পর বছর ধরে অসহায় মানুষকে টাকার বিনিময়ে সরকারি জমির কার্ড করিয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার টাকা। বনে গেছেন লাখ লাখ টাকায়। এছাড়া স্বজনপ্রীতি করে তার নিজ পরিবারের সদস্যদের নামে বেনামে সবার নামেই ভূমিহীন বন্দোবস্ত কার্ড করে নিয়েছেন। স্থানীয়দের দাবি, একজন সরকারি কর্মচারীর এমন দুর্নীতি মেনে নেয়ার মতো না। এখনই সময় দুদকের প্রশাসনিক ব্যবস্থায় লাগাম টেনে ধরার। নয়তো এমন নিরবঘাতক দুর্নীতিবাজ লোকদের কারনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যাঘাত ঘটবে।