নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলায় মেয়াদোত্তীর্ন ও বিক্রীর জন্য নহে লেখা চিকিৎসক দের বিতরণ করা নমুনা ওষুধ বিক্রীর অভিযোগে বরিশাল
বিভিন্ন পর্যায়ের ৬ ফার্মেসী মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটপট্টি রোডে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ভাবে একটি অভিযান পরিচালনা করা হয়।
অপরদিকে র্যাব-৮ বরিশাল,মেজর জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পিরোজপুর, ভেলা ও ঝালকাঠীতে বৃহস্পতিবার এক যোগে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ টি ফার্মেসিকে ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলে জানা যায়। জেলা প্রশাসন কার্যালয়
পক্ষ থেকে জানা গিয়েছে যে কাটপট্টি রোডে ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান সিকদার অ্যান্ড কো: এর মালিককে ৫ হাজার টাকা, বিএমএল ড্রাগ হাউসের মালিককে ৫ হাজার টাকা, মাহিয়ান সার্জিকালের মালিককে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্ণারের মালিককে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্কেটের মালিককে ৫ হাজার টাকা এবং রাজ্জাক মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জব্দ করা ওষুধ ধ্বংস করে ফেলা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আতাউর রহমান রাব্বি অভিযান টি পরিচালনা করেন। বরিশাল র্যাব ৮ এর পক্ষ থেকে জানান যে- বরিশাল নগরী সহ, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু অসাধু ফার্মেসি মেয়াদত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির করে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে তারা দীর্ঘদিন পর্যন্ত। এমন তথ্যর ভিত্তিতে র্যাব-৮ এর কয়েকটি আভিযানিক দল ৪ জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অসাধু ফার্মেসিগুলোতে ১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই অসাধু ওষুধ বিক্রেতারা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের ফার্মেসিতে মেয়াদত্তীর্ণ ওষুধ বিক্রি করে যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং মৃত্যুর ঝুঁকি। তাদের ফার্মেসিগুলো পরিদর্শন করে বিভিন্ন মেয়াদত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ফার্মেসী ব্যবসায়ীদের মেয়াদত্তীর্ণ ওষুধ রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং মোবাইল কোর্টের সামনে তারা তাদের দোষ নিজ উক্তিতে স্বীকার করেন। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ বরিশাল নগরীর ৬ টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় সহ, ভোলা জেলার ৬টি ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা, ঝালকাঠি জেলার ৪ টি ফার্মেসিকে ১৮ হাজার ৫০০ টাকা জারিমানা এবং পিরোজপুর জেলায় ৩ টি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। র্যাবের পক্ষ থেকে তাদের এরূপ অবৈধ কাজ আর না করার জন্য নির্দেশ প্রদান করা হয় । এ সময় স্থানীয় সাধারন জনগনের পক্ষ থেকে র্যাবের অসাধু ওষুধ ব্যবসায়িক দের প্রতি পদক্ষেপ গ্রহণের জন্য সাধুবাদ জানান।