রাজশাহী প্রতিনিধি:
গত ৩০শে অক্টোবর দুইটি অনলাইন নিউজ পোর্টালে “পরকিয়া প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা গ্রাম পুলিশ,ছেড়ে দিলেন চেয়ারম্যান” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাগমারা উপজেলাধীন ০২ নং নরদাশ ইউনিয়নের গ্রাম পুলিশ মো: রফিকুল ইসলাম।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে পরকিয়া প্রেম, লম্পট, চরিত্রহীন,নারি কেলেঙ্কারি নামে মানহানিকর সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, পরকিয়া প্রেম,হাতে নাতে ধরা,চেয়ারম্যান ছেড়ে দেওয়া,সালিসী বৈঠকে এক লক্ষ টাকা জরিমানা, পুরো প্রতিবেদন আমার কাছে দৃষ্ঠিগোছর মনে হয়েছে। আমি এই ভূয়া নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, আমি অত্র ইউনিয়নের একজন গ্রাম পুলিশ। সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করাই আমার কাজ। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে গিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে পদার্পণ করতে হয়। যে ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যি এটাই যে, একই গ্রামের বাসিন্দা মো: রইদুল ইসলামের সাথে দীর্ঘদিনের প্রতিবেশি সম্পর্ক গড়ে উঠায় একপর্যায় ধারসরুপ টাকা পয়সার লেনদেন শুরু হয়। গত তিন মাস পূর্বে রইদুল আমার কাছ থেকে ১৭৫০০(সতেরো হাজার পাঁচশত টাকা) ধার হিসাবে নেয়। টাকা আজ দেব কাল দেব বলে প্রতারনা শুরু করে বিভিন্ন ভাষা দিয়ে গালিগালাজ করত রইদুল ও তার স্ত্রী। ঘটনার দিন টাকা চাইতেই রইদুল আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে লোকজন ডাকাডাকি শুরু করে পরকিয়া বলে ফাঁসানোর চেষ্ঠা করে। পরে ইউপি চেয়ারম্যান মো: মতিউর রহমান ঘটনাস্থলে এসে উভয়পক্ষের বক্তব্য ধারন করেন এবং রইদুলের স্ত্রী পরকিয়া প্রেম সম্পর্কটি অস্বিকার করেন। গ্রাম পুলিশ রফিকুল ইসলামের উপর মানহানিকর পরিবেশকে তিনি দু:খ প্রকাশ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান জানান, সালিসী বৈঠক করে এক লক্ষ টাকা লেনদেন বিষয়টি কাল্পনিক জরিমানা মুলক কোন সালিস করা হয়নি উভয় পক্ষের ভূল বুঝাবুঝির কারনে হয়ত এমনটা হয়েছে।
প্রতিবাদকারী বলেন, সাংবাদিকদের এমন মিথ্যা, বানোয়াট ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় সামাজিক, মানষিক, দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো। অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত এমন মানহানিকর, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, ভূয়া সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মো: রফিকুল ইসলাম,(গ্রাম পুলিশ) ২নং নরদাশ :ইউনিয়ন পরিষদ, বাগমারা,রাজশাহী।
৩১/১০/২০২১