লাদাখ সীমান্তে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের রেশ কাটতে না কাটতেই ভারত-নেপাল সীমান্ত উত্তেজনা বাড়তে শুরু করেছে। গেল রবিবার ভারতের বিহার রাজ্যের কিষাণগঞ্জে সীমান্ত এলাকায় তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপালের পুলিশ।
এবার কাঞ্চনপুরে নেপালের ভূখণ্ডে স্থাপন করা ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দিয়েছে নেপালের কংগ্রেস নেতা ও তার সমর্থকরা।
জানা যায়, বেলদান্দি মিউনিসিপালিটি এলাকায় ভারত ও নেপালের যৌথ জরিপ দলের মাধ্যমে বসানো হয়েছিল পিলারটি। কিন্তু কংগ্রেস নেতা ও তার সর্থকরা পিলারটি নেপালের ভূখণ্ডে বসানো হয়েছে দাবি করেই গুড়িয়ে দেয়া হয়েছে।
এ ঘটনার পর নেপালের কংগ্রেস নেতা বাহাদুর সিং থাপা, দিওয়ান বিস্টা ও জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যরা সেখানে যান। তারা সেখানে পৌঁছুনোর আগেই বিক্ষুদ্ধরা পিলারটি গুড়িয়ে চলে যায়।
এদিকে সীমান্ত পিলার গুড়িয়ে দেয়ার পর নেপাল ও ভারতের যৌথ সীমান্ত জড়িপ দল সভায় বসছে। ধারণা করা হচ্ছে, ওই পিলাটি আবারও স্থাপনের চেষ্টা করবে ভারত।আন্তর্জাতিক ডেস্ক