(মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর নগরীর ১ শত শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার বৃক্ষ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করে রংপুর মেট্রোপলিন পুলিশ। রবিবার সকালে রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ নির্দেশে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় নগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করেন ট্রফিক পুলিশের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সহকারি কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকারসহ পুলিশের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গুমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রংপুর মেট্রোপলিন পুলিশের উপকমিশনার মেনহাজুল আলম বলেন, মুজিব বর্ষে ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ট্রাফিক পুলিশের সদস্যরা বৃক্ষ রোপণ করেছি। আগামীতে সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কর্মসূচি মাইলফলক হয়ে থাকবে।