মোঃ শামীম হাসান
প্রেম একবারই এসেছিল এই জীবনে,
খুব চুপিসারে অতি গোপনে!
দু-চোখ ভরা স্বপ্ন নিয়ে প্রেম এসেছিল
দুটি হৃদয়ের কাঁপন তুলে।
প্রথম স্পর্শে পৃথিবীর সমস্ত ভয় আর
স্বর্গীয় সুখ এলো হেলেদুলে।
কত ছলনায় হাত ধরি আর লোকলজ্জার ডরে
চোখে চোখ রাখি বাঁকা নয়নে
চারিদিকে ঘুরেফিরে।
হৃদয় মাঝে দোলা দিয়ে যায়
কালবৈশাখীর ঝড়।
দুটি দেহের কামনা বাসনায়
সবকিছুই একাকার।
স্পর্শে আসে দেহে শিহরণ
মনে জাগে ব্যকুলতা
শিউরে ওঠে স্নায়ুর টানে
সকল ইন্দ্রিয় ছিদ্রতা।
দিন চলে যায়, রাত্রি আসে
ভোর নাহি আর হয়,
প্রথম প্রেমের প্রেমিক আমি
স্বপ্নেরা জেগে রয়।
এই পৃথিবীর যতো মায়া সবই
এক ললনার তরে,
একটু স্বাধীনতা চাওয়া
দুইটি দেহের পরে।
হঠাৎ একদিন সন্ধ্যেবেলা
আকাশ ঢাকা মেঘে,
সূর্য্য তখন লাল হয়েছে
মেঘে গেছে ঢেকে।
বিষন্ন আকাশটি তখন মেঘের ডাকে ভারী,
বায়ু তখন স্তব্ধ ছিল আকাশে বকের সারি।
পাখির কাছে খবর পেলাম
নতুন ঘরের ডাকে,
প্রেয়সী মোর যায়গো চলে
পরদেশীর পাষাণ বুকে।
ব্যথাতুর বুক আর কি কোনদিন
জুড়াবে কোন সুখে?
নিরবে প্রেম যা দিয়ে গিয়াছে
জীবন যাবে শোকে!