এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়াঃ
বগুড়া জেলা, বিধৌত যমুনার অববাহিকায় ধুনটে নদীর পাড়ে নৌকার আসায় দাড়িয়ে ছিলেন অনেকেই। প্রহর গুনছিলেন নৌকার পাঞ্জেরী হতে। দুরুদুরু বুকে আসার সঞ্চয় নিয়ে সুদূরপানে তাকিয়ে ছিলেন কোনো নৌকা দেখা যায় কিনা! ভয় ছিলো নৌকা পাইলেই যে উঠতে পারবো – অজানা এক আতংকে। শেষমেষ নৌকা এলো, নৌকার কান্ডারী বললেন যাদের নাম ডাকবো – শুধু তারাই নৌকায় উঠতে পারবে। এভাবে আসন্ন ধুনট উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে যে দশজনের নাম ডাকা হলো নৌকায় ওঠার জন্য, সেই ভাগ্যবান দশজন হলেন -(১) নিমগাছী ইউনিয়নে মোছা: সোনিয়া নাসরিন,(২) কালেরপাড়া ইউনিয়নে হারেজ উদ্দিন আকন্দ, (৩) চিকাশী ইউনিয়নে নাজমুল কাদির শিপন, (৪) গোশাইবাড়ী ইউনিয়নে সামছুল বারী শেখ, (৫) ভান্ডারবাড়ী ইউনিয়নে আনোয়ার পারভেজ রুবন, (৬) চৌকিবাড়ী ইউনিয়নে কুদরত-ই- খুদা জুয়েল, (৭) মথুরাপুর ইউনিয়নে হাসান আহম্মেদ জেমস, (৮) গোপালনগর ইউনিয়নে শাহ আলম, (৯) ধুনট সদর ইউনিয়নে এস, এম, মাসুদ রানা, এবং (১০) এলাঙ্গী ইউনিয়নে তোজাম্মেল হক প্রামানিক।