বিনোদন ডেস্ক
রুমমেটম নিয়ে কম-বেশি সবাই নানা রকম সমস্যায় পড়েন। আবার রুমমেট নিয়ে অনেক মজার ঘটনাও ঘটে। এবার রুমমেটের এই বিষয়টি দেখা যাবে ছোটপর্দায়।
আসছে কোরবানির ঈদের জন্য নির্মিত হয়েছে ‘রুমমেট আবশ্যক’। এটিতে প্রধান চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। তার রুমমেট নিয়ে নাটকের গল্পটি এগিয়ে যায় বলে জানান তিনি। এটিতে আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া ও সিয়াম নাসির। নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ।
তানিয়াকে ‘ভাগের বাড়ি’ শিরোনামের আরো একটি নাটকে দেখা যাবে। এটিও নির্মাণ করেছেন সজীব মাহমুদ। এছাড়া ঈদের জন্য তিনি শেষ করেছেন রাইসুল তমালের ‘কেউ নেই’ ও মানছুর আলম নির্ঝরের ‘লাভ উইথ বেনিফিট’ শিরোনামের নাটকটি।