January 25, 2022, 11:45 pm

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকায় ‘হতাশ’ বাংলাদেশ

সংবাদদাতার নাম:
  • প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২০
  • 31 দেখা হয়েছে:

স্টাফ করেসপন্ডেন্ট

মিয়ানমারে সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনে জাতিসংঘের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান বিষয়ে জাতিসংঘের ভূমিকায় আমরা অত্যন্ত হতাশ। আমরা আরও স্বচ্ছ ও দক্ষ জাতিসংঘ চাই, যেখানে জরুরি প্রয়োজনে সংস্থাটি আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ও জাতিসংঘের যৌথভাবে আয়োজিত ‘জনগণের প্রয়োজনের সময় জাতিসংঘ : বহুপক্ষীয় ব্যবস্থা নিয়ে পুনর্ভাবনা’ শীর্ষক দুদিনের ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন পর্যন্ত আমরা বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থাশীল। তবে আমরা আরও স্বচ্ছ ও দক্ষ জাতিসংঘ চাই। জাতিসংঘের বর্তমান কাঠামো যে যথেষ্ট কার্যকর নয়, সেটি নিরাপত্তা পরিষদের ভোটাধিকার হোক কিংবা প্রবল শক্তিধর দেশগুলোর দ্বৈরথেই হোক না কেন।’

তিনি বলেন, ‘তৃণমূলে জাতিসংঘ রোহিঙ্গাদের সহায়তা করলেও মূল সমস্যা সমাধানে সংস্থাটি স্পষ্ট কোনও পথনকশা দিচ্ছে না।’

ওয়েবিনারে অংশ নিয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সমরি শরণ বলেন, ‘বর্তমান বিশ্ব হচ্ছে এশিয়ার বিশ্ব এবং জাতিসংঘে এশিয়ার সঠিক প্রতিনিধিত্ব থাকতে হবে ‘

এশিয়ার দেশগুলোকে জটিলতা দূর করে একসঙ্গে কাজ করার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘চীন ও ভারত এবং অন্যান্য দেশ একসময়ে সংলাপে বসবে এবং নিজেরা বিষয়টি সমাধান করবে।’

ওয়েবিনারটির সঞ্চালনা করেন সাবেক পররাষ্ট্র সচিব এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মদ শহীদুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। © All rights reserved © 2020 ABCBanglaNews24
Theme By bogranewslive
themesba-lates1749691102