মিজানুর রহমান মিলন :
বগুড়া জেলা পুলিশের আয়োজনে শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় সম্প্রীতি সমাবেশ গত ৩০ অক্টোবর শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় আড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও থানার এসআই মোঃ আরিফ আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আসিফ আহম্মেদ, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালেবুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহিদুর রহমান আরজু, শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খাঁন,
উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, মেজবাউল আলম,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মোনাইম, মোঃ জাহিদ করিম,আড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ তসলিম উদ্দিন,আড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মন্টু , ইউপি সদস্য মুরাদ কোরাইশী, সকল ধর্মের ধর্মীয় প্রতিনিধি সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি মহাসড়ক প্রদক্ষিণ করে।