মিজানুর রহমান মিলন :
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন , পবিত্র মাহে রমজানের শুভেচ্ছায় টিসিবির পণ্য সামগ্রী গত ২২ মার্চ মঙ্গলবার সকাল ৯:৩০ টা থেকে বিক্রয় শুরু হয়েছে। সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোবারক মার্কেটে ১৬ এপ্রিল শনিবার সকালে টিসিবি পন্য ২য় পর্যায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মেসার্স খান ট্রেডার্সের ডিলারের থেকে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল হক ছানা, সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল হক মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, ইউপি সদস্য সেলিমুজ্জামান, প্যানেল চেয়ারম্যান-১, আজাহার আলী রাজা প্যানেল চেয়ারম্যান-২, মোঃ শাহীন আক্তার, সুমি খাতুন, সহ ইউনিয়ন সচিব রেজাউল করিম, গ্রামপুলিশ, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন, এবং স্থানীয় নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।