মিজানুর রহমান মিলন :
বগুড়া শাজাহানপুর থানায় বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক কাজ করছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। এরই অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা পর্যন্ত আমরুল ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় বিট পুলিশিং সমাবেশের আয়োজন করেন। এ সময় ওসি আব্দুল্লাহ আল মামুন সাধারণ জনগণকে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। সাধারণ জনগণ অফিসার ইনচার্জ সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করে এবং যে কোন সমস্যা মোকাবেলায় পাশে থাকার আহবান জানায়। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তা, আমরুল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন এবং ইউপি সদস্য উজ্জ্বল ,সমাজসেবক জাহিদুর রহমান আমেরিকান সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ এসময় উপস্থিত ছিলেন।