মিজানুর রহমান মিলন :
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে বিট পুলিশিংয়ের মাধ্যমে জেলা পুলিশের আয়োজনে ‘সম্প্রীতি সমাবেশ ‘ গত ৩০ অক্টোবর শনিবার বিকাল ০৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগর জে এম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ নওয়াব আলী। উক্ত অনুষ্ঠানে আমরুল ইউনিয়নের সর্বস্তরের হিন্দু ও মুসলমান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই আমরুল ইউনিয়নের বিট অফিসার এস আই শামীম হাসান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি সম্প্রীতি সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলেই নিজ নিজ ধর্ম ও অনুষ্ঠান পালন করবে। বাংলাদেশ সরকারের উন্নত রাষ্ট গঠনের ভিশন বাস্তবায়নে সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করবে। কেবল তবেই সারাদেশে অসাম্প্রদায়িকতার সুবাতাস বইবে। জঙ্গিবাদ, উগ্রবাদ এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন কাজ পরিহার করতে হবে এবং কঠোর হস্তে দমন করতে হবে। ” অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতা নৃত্যানন্দ দাস বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক দেশ চাই। আমরা চাই সবার জন্য একটি বাসযোগ্য দেশ। আমরুল ইউনিয়নে আমরা সুখ শান্তিতে বসবাস করছি।” এশিয়ান টেলিভিশন ও যায় যায় দিন পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি আব্দুল ওহাব বলেন, ” যে কোন সাম্প্রদায়িক কার্যক্রমকে কঠোর হস্তে অতীতে দমন করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। আমরা সে বিষয়ে সচেষ্ট আছি।” আমরুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওবাইদুর রহমান বলেন, ” আমরা সকল জাতি, সকল ধর্মের লোক ভাই ভাই। আমাদের এক পরিচয় আমরা বাঙালি। “অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সহ এলাকার হিন্দু ও মুসলমান সম্প্রাদায়ের লোকজন, স্থানীয় নেতাকর্মী অংশগ্রহণ করে। এ সময় আমরুল ইউনিয়নের সহকারী বিট অফিসার পলাশ রায় উপস্থিত ছিলেন। বিট অফিসার এস আই শামীম হাসান ও সহকারী বিট অফিসার এ এস আই পলাশ রায় উপস্থিত হিন্দু ও মুসলিম সদস্যদের নিয়ে একটি সম্প্রীতি কমিটি করেন। যে কোন সাম্প্রদায়িক সহিংসতা এই কমিটির মাধ্যমে নির্মুল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে সম্প্রীতি সমাবেশের ব্যানারে একটি র্যালি বের হয়ে নগরহাটখোলা বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। সবাই বিট পুলিশিংয়েরএই সম্প্রীতি সমাবেশের ভূয়সী প্রশংসা করেন।